আমরা সবাই যাব চলে
কেউ রবেনা হেথা;
তবে কেন হিংসা বিদ্বেষ,
সকল হবে বৃথা।


বৃথা যাহা তাই নিয়ে
করি মোরা শোক;
তাই আনন্দ ছেড়ে দিয়ে,
করি দুঃখ ভোগ।


আমার সম্পদ তোমার সম্পদ,
এই সবই জাগতিক;
তাহার লোভে কেন রবে,
মৃত্যুটা- ধারা প্রাগৈতিহাসিক।


শাশ্বত সেই যাওয়ার ভাবনা
রুখতে পারি না;
দেখি মোরা মোদের আগে
চলে গেছে মোদের বাপ-মা।


দেখে শেখে, শুনে শেখে,
আমরা শিখি না;
যাবার সময় হয়ে গেলে
সময় পাবে না।


সময় থাকতে ভাবতে হবে,
আত্মীয়কে আত্মায় রেখে;
আমরা মানুষ সবাই আজ,
ভাবছি তাহা ঠেকে শিখে।


জগতে হিংসা-বিদ্বেষ অধর্ম,
শুধুই ধর্ম ভালোবাসা;
প্রাণের সাথে প্রাণের যোগ,
হউক মানুষের আশা।


২৬ শে চৈত্র,১৪২৭,
ইং ১০/০৪/২০২১,
শনিবার রাত ১২:৩৭। ১২৮৩, ১০/০৪/২০২১।