শৈশবের পরে কৈশোর এলো,
         কৈশোরের পরে যৌবন;
কর্ম চঞ্চলতা ঘিরে রেখেছিল,
        পেয়েছি কত উপঢৌকন।


কর্মের পরে অবসরে এসে,
        ফিরেছি আপন বাড়ীতে;
সময়ের কাটা একই ভাবে,
        ঘুরিছে আমার ঘড়িতে।


প্রভাতের পরে সন্ধ্যা নামিছে,
         আঁধারের পরে আলো;
যোগ-বিয়োগের হিসাবের খাতায়,
         ঘুরেফিরে শূন্য এলো।


কঠিন হিসেব বুঝিতে পারি না,
        গুন-ভাগের এই খেলা;
গুনই তো যোগ, ভাগই বিয়োগ,
       কেটে গেলো কত বেলা।


হিসাবের খাতায় কি পেলাম আমি,
           সারা দিনের শেষে?
শূন্যই তো বারে বারে এলো,
           নব চেতনার বেশে।


ডেবিট-ক্রেডিট, লিফো-ফিফো,
           গোল পাকিয়ে যায়;
শূন্যতেই শুরু, শূন্যতেই শেষ,
        সবই শূন্যের পানে ধায়।


১লা পৌষ, ১৪২২,
ইং ১৮/১২/২০১৫, সকাল ৮টা।
৮২১, ৩০/১০/২০১৯।