ইচ্ছারা সব হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে,
       বর্তমানের চাপে;
চলতে গিয়ে বলতে গিয়ে সবাই এখন,
      সত্য মিথ্যা মাপে।
বর্তমানে- কি যে সত্য, কি যে মিথ্যা,
       কি যে তাঁহার রূপ?
হেথায় আসল নকল মিলেমিশে জটিল হয়ে
       জ্বালায় কৃত্রিম ধূপ।


ভালো, মন্দের আসল মানে,
           এখন আর বুঝি না যে;
সৌরভ, সুবাস হারিয়ে গেছে,
         খুঁজে না পাই প্রাণের মাঝে।


মুড়িয়ে গেছে, ফুরিয়ে গেছে,
           সত্যিকারের মননটা যে;
আসবে সে কি নতুন করে,
         আমাদের এই প্রানের মাঝে?


২৩শে আশ্বিন, ১৪২৫,
বুধবার, 10 অক্টোবর 2018,
   সকাল ৭ টা।  606 dtd 11/10/2018.