ঈশ্বর ভজনে কূজন ওঠে
দেশ ভজনে নয়;
এমন শাসক দেশ চালালে
মানুষ কেমনে সয়?


দেশের সম্পদ এই মানুষের,
গল্পের নায়কের নয়;
সেই কথাটা বলতে কেন,
আমরা পাব ভয়?


মানুষ মরে না খেয়ে
দেখছি চারিদিকে;
ঘরের অর্থ পাচার হলো
শাসন করছে ঝিকে।


আইনের শাসন গরিবের বেলায়
ধোনির জন্য নয়;
ধনির ধনে শাসক চলে
এই জনগন কয়।


গরিবের ধন নেয় কুড়ায়ে
শাসক সঙ্গী তার;
জনগণ থাকে ওই আস্তাকুঁড়ে
ধনীরা গলার হার।


বল্গা বিহীন শাসক-শোষক,
দেশের কথা ভুলে,
দেশের অর্থ তুলে দেয়,
ওই ধোনিদের কোলে।


তাই গরিব গরিব হলো
ধনী হলো ধনী;
গরিবের দেশে রাজত্ব করে
তাইতো রাজা রানী।


৩১ শে জৈষ্ঠ্য,১৪২৮,
ইং ১৫/০৬/২০২১,
মঙ্গলবার সকাল ৯:৫৩। ২৩৫০,  ১৬/০৬/৩০২১।