বাঙালির বাঙলা ভাষায়,
ঈশ্বর দিল বর্ণপরিচয়।
সুর সুষমায় বর্ণের বৈচিত্র্যতায়,
ধ্বনির ঝংকারে উচ্চারিলে বর্ণমালা।


সুষমা মণ্ডিত ধ্বনি যুক্তাক্ষর আনি,
সুরের বাঁধনে বাঁধিল বাংলা ভাষা।


এমন ভাষা বাঙালির আশা,
রাগ-রাগিণীতে ঠাসা উচ্চারণ;
রবি দেখালো তাই ধরণীতে,
বাংলা ভাষার সুরের বিচ্ছুরণ।


নানান সময়ে নানান কন্ঠে-
বাংলার কবিরা জগৎকে শুনায়েছে
       নানান সুরের ধ্বনি আনি;
     সেই তো বাংলা ভাষার বাণী।


সাধনায় তাঁরা ছিল মহাঋষি,
কেউ সূর্য্য, কেউ চন্দ্র, কেউ উজ্জল রবিরশ্মি,
সুশোভিত অঞ্চল জুড়ে বাংলা ভাষাভাষী।


নানান পথে ঝর্নাধারা কুলকুল রবে বয়,  
শেষে এসে হেসে বাংলার সাগরে মেশে,
শোনা যায় সেই সুরধ্বনি মিলন মোহনায়,
বাজিছে বেণু আজ ঐ সাগর মিলন মেলায়।  


১২ই আশ্বিন, ১৪২৫,
ইং ২৯/০৯/২০১৮,
শনিবার, সকাল ৭.২৫মিঃ। ৫৯৮ তাং.৩০/০৯/২০১৮।