আমাদের ইতিহাস যোগায় বাতাস,
    ঐ ভবিষ্যতের কাছে;
শক্তি যোগায় আপন ভাষায়
   তথায় সূক্ষ্ম বিচার আছে।


ভুলত্রুটি সব,করে কলরব,
   দেখায় পথের দিশে;
সঠিক পথে চলতে মোদের,
   কষ্ট হয়না শেষে।


ক্ষমতায় যারা শাসন হারা,
   নিজের মত চলে;
নিজেরা বোঝেনা, ইতিহাস মানেনা,
   দম্ভে কথা বলে।


কালের কাছে দায়বদ্ধতা আছে,
   সময়ে হবে পরিচয়;
ভুলের মাশুল করিতে উশুল,
   কাল পায়না ভয়।


ঘৃণিত স্বপন, করোনা বপন,
   আত্মজা লজ্জা পাবে;
সবাই তোমারে ধূলিকণা ভেবে,
   পায়ে দলিয়া যাবে।


তাই বলি ভাই সময় তো নাই,
    ভুলে যাও মিথ্যাচার;
তাকাও বাইরে, রক্ষা নাইরে,
    মুক্তি পায়নি জার।


১৫ই ফাল্গুন, ১৪২৪,
২৮শে ফেব্রুয়ারী,২০১৮,
বুধবার, বেলা ১১.৪৫।  B.K. 413.