যারা ছোট থেকে বড় হল,
শৈশব কৈশোর ভুলে গেল?
ওই ছোটর দাবি, ছোটর কথা,
বিস্মৃতিতে পাই যে ব্যথা।


ধমকে বলে দেখতে পাও না?
কেনো করো এতো বায়না?
অবাক হয়ে ভাবি এবার,
যায় অতীতটাই ভুলে সবার।


যারা গরীব থেকে বড় হল
তাদের কথা একটু ভাবো।
যে ছিল ওই মাটির কাছে,
এখন অট্টালিকায় আছে বসে।


তাঁরা মাটির গন্ধ ভুলে গেছে,
ধনের  জাদুর সেই পরশে।
ভাবনা সবাই আপন করে,
কে আমাদের রেখেছে ধরে?


২৮শে আষাঢ়,১৪২৭,
ইং ১৩/০৭/২০২০,
সোমবার, রাত ১০:৪৫।  ১০৬৭, ১৪/০৭/২০২০।