দেখেছি আমি স্বপ্নের মাঝে
          কত কাজ জগতে করার আছে
  যদিও আঁধারে আঁধারে ঢাকা চারিধার;
জাগিলো পরান জাগিলো মন ধর তবে গান
            আঁধারে আলো ফুটবে এবার
             এসো চলে সবে ঘরের বার।
তপ্ত বুকের পরশ দিয়া আলোয় ভরিব আঁধার হিয়া।।


             হাতে হাত রেখে গাহিবো গান
             নাচিবে এবার তনু মন ও প্রাণ।
               ডাকিবে পাখি কুহু কলরবে
             রবো হাসিখুশি মুখে জগতের সবে।
পরানের সাধা মানিবেনা বাঁধা প্রকৃতি বরণ করে লবে।।


              আকুলি উঠেছে ব্যাকুল পরান
               গানে গানে তাই করিতে স্মরণ।
                মুখে মুখে তাই সুরের তুফান
              দেখো চেয়ে যেন ডাকিছে বান।
প্রতি লোমকূপে হৃদয়ের ধূপে আজ জেগেছে শিহরণ।।


              দিয়েছি তাড়ায়ে ঐ দ্বেষ বিদ্বেষ
             ধর্ম বর্ণ জাতের হয়ে যাবে শেষ।
             জাগিবো আমরা জাগিবে জাতি
            দেখিবো নবীন রবির কিরণ ভাতি।
           নয় নয় আর কভু ওই পিছে ফেরা নয়
      করিতেই হবে এবার সকল কঠিন যুদ্ধ জয়।।


                   ২২ শে  জ্যৈষ্ঠ, ১৫২৯,
                    ইং ০৫/০৬/২০২২,
                      রবিবার রাত ১০:৫২।
                       ১৭১৪, ১৮/০৬/২০২২।