জাগো কবি, লেখক, জনমন,
      জাগো জীবনের তরে;
তোমরা মানুষ ধারায় এসেছো,
         এই মানুষেরই বরে।


মানুষের দুঃখ, মানুষের কষ্ট,
        কে বুঝিবে বলো?
অভাব-অনটন, মর্ম বেদন,
     চেতনায় আগুন জ্বালো।


মৌল ভাবনা, মৌল চিন্তা,
      যৌথ মিলায়ে দিলে;
উঠিবে জাগিয়া মানুষের হিয়া,
        হৃদয় সমুদ্র নীলে।


ধর্ম-বর্ণের রেষারেষি থেকে,
       দাঁড়াক মানুষ ঘুরে;
মরুক উৎপীড়নের কালাপাহাড়,
       দাবানলের আগুনে পুড়ে।


৫ ই মাঘ, ১৪২৬,
ইং ২০/০১/২০২০,
সোমবার বেলা ১২:৩০। ৮৯৫, ২৪/০১/২০২০।