ধর্ম বর্ণ যখন কথা কয়,
           সংবিধানের ভাষায়;
তখনই বুঝি বলা যায়,
             মানি না তোমায়।


দেশের সংবিধান বিধান দেয়,
          দেশ জাতির মঙ্গলের তরে;
তাঁরে বেঁধে রাখা যায় না,
              ধর্মীয় মৌলবাদের ঘরে।


দেশের আইনের শাসন যখন,
           জাতির ঐক্য বিরোধী হয়;
মানবতাবাদী মানুষেরা তখন,
           প্রতিবাদে পায় নাতো ভয়।


যার যাহা আছে তাই নিয়ে শেষে,
             প্রতিরোধে রাস্তায় নামে;
বিরোধিতা করে হাতে হাত ধরে,
             ডানে আর বামে।


এ যে মানুষের বাঁচার লড়াই,
              এ লড়াই লড়তেই হবে;
প্রতিরোধী শাসক ও যে শোষক,
           অবরোধে মৃত্যু ভয় রবে।


দেশ-জাতির মঙ্গলের তরে,
         বীর হৃদয় রক্ত দেয়;
নিজেরে বিলায় শান্তিরনিলয়,
          অপার মহিমায়।


জীবন যন্ত্রণা নির্বোধের মন্ত্রণা,
          চলে সময়কাল ভুলে;
জাগো মানুষ নই মোরা ফানুস,
         রুখিব আওয়াজ তুলে।


৪ঠা পৌষ, ১৪২৬,
ইং তাং ২২/১২/২০১৯,
শনিবার, বিকেল ৫টা। ৮৬৮, ২৩/১২/২০১৯।