ঐ বিবেকহীন শাসক প্রশাসক
ছড়িয়ে ছিটিয়ে হেথায়;
ব্যথার কথা কেউ বোঝে না
জনগণ মরছে যাতনায়।


গভীর অন্ধকারে তলিয়ে গেছে
সকল শিষ্টাচারের মাত্রা;
নতুন ভাবনায় চলতেই হবে
এবার হোক তার যাত্রা।


কিছু মানুষ ব্যক্তি স্বার্থে
ক্ষমতায় বসে আছে;
আর দুষ্টু-চক্র মদদ দেয়
থাকে তাদের কাছে।


উৎখাত তাদের করতেই হবে
নাহলে ভবিষ্যৎ অন্ধকার;
ওই প্রজন্মান্তরের মঙ্গল কামনা
হতে হবে ঘরের বার।


সময় নাই ওগো বন্ধু
জাগো ওঠো এবার;
সবাই মিলে চলতে পারলে
মঙ্গল হবে সবার।


৩ রা আশ্বিন, ১৪২৯,
ইং ২০/০৯/২০২২,
মঙ্গলবার রাত ১১:৪২। ১৮০২, ২১/০৯/২০২২।