মানুষ পারে জীবন যুদ্ধে
অন্যের কথা ভাবতে;
শুভ বুদ্ধির এটাই জয়
পারে মিলেমিশে থাকতে।


আগুনের সাথে জলের সম্পর্ক
ভালো খারাপের কথা;
পরের দুঃখে কাঁদতে পারে
বুঝতে পারে ব্যথা।


জ্ঞানের বিচার চেতনার ধারা
অন্তর থেকে ওঠে;
তাকেই বলে জাগ্রত বিবেক
সত্য সুন্দর বটে।


১২ই অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ২৯/১১/২০২২,
মঙ্গলবার বেলা ১১:৪২। ১৮৪২, ৩০\১১\২০২২।