জন্মভূমি ভুলতে নারি আছে নাড়ির টান,
মনে পড়লেই বুকের মাঝে উথলে ওঠে বাণ।
বাণের তোড়ে যায় যে ভেসে আমার বক্ষখান,
জন্মভূমি ভুলতে নারি আছে নাড়ির টান।
সুখের খোঁজ করতে গিয়ে ভুল করেছে প্রাণ,
মনোকষ্টে একা জাগি গেয়ে দুঃখের গান;
জন্মভূমি ভুলতে নারি আছে নাড়ির টান,
মনে পড়লেই বুকের মাঝে উথলে ওঠে বাণ।


২৩ শে ভাদ্র, ১৪২৮,
ইং ০৯/০৯/ ২০২১,
বৃহস্পতিবার বিকাল ৫:৩৯। ১৪৩৮, ১৩/০৯/২০২১।