জন্মের পরশি তুমি বন্ধু,
আত্মার আত্মীয় আমার;
অন্তর দিয়ে অনুভবি আমি
ভালোবাসা আজ সবার।


মনের আবেগ পারিনি থামাতে
বিদেশে দিলাম পাড়ি;
আপন হারা হলাম যে তাই,
নিজের জন্মভূমি ছাড়ি।


মুক্তিযোদ্ধা ছিলাম আমি,
মায়ের নিষ্ঠ ছেলে;
নিজের স্বার্থে দেশ ছাড়িলাম,
সুখী হবো বলে।


ছোট্ট জীবন, ছোট্ট আশা,
বুঝিনাই তাহা আগে;
মায়ের আঁচলে কি যে সুখ,
প্রাণ তাহাই মাগে।


আজ ফিরে পেতে চাই
প্রাণের পরশি আমার;
হৃদয়ের সাথে হৃদয় মিশিয়ে,
সোহাগ- আপনজনের সবার।


১৯ শেষ ফাগুন, ১৪২৭,
ইং ০৪/০৩/২০২১,
বৃহস্পতিবার ১০:২৩। ১২৪৬, ০৫/০৩/২০২১।