জন্মের পরেই মৃত্যুর পরোয়ানা দিয়ে গেছে হাতে,
তাই নিয়ে ভাবে জীব অবসর রাতে।
মুহূর্তে মুহূর্তে ক্রমে আয়ু হয় শেষ,
সুন্দর বসন বাসন জীর্ণ হয় বেশ।
কাঙ্খিত পথ কোথা জানা নাই কারো,
নৈরাশ্য বুকে নিয়ে জেতো কিংবা হারো।
সুখ-দুঃখ নিরাশায় জীবনের শুরু,
মোহ মায়া সাথে নিয়ে পার হয় মরু।  
অজানাকে জানার ভাবনা, যত ভাবে তাই,
জীব-জড় মিলেমিশে একাকার হয় যে সবাই।


কোথায় শুরু কোথায় শেষ?  
কোথায় পাবে সেই রেশ,
             কেমনে মিলিবে ওই দিশা;
সীমাহীন এই নভতলে,
শুধুই প্রানের আগুন জ্বলে,
           সেই আলোয় কাটিবে কি নিশা?  


পুরুষোক্রমে পূর্বসূরীরা সব এলো আর গেলো,
সেই পরম-আত্মার হদিস আজও নাহি পাওয়া গেল।
আমরাও চলে যাব এঁকে এঁকে রেখে শূন্য ময়দান,
দানব, কিন্নরীরা হেথা আপন মনে করিবে যে গান।
ভয়ে হউক, বিশ্বাসে হউক মিথ্যাকে মানিবে সবাই,
সর্বস্ব হৃত হয়ে কিছু মানুষ নিঃস্ব হবে এই ভয় পাই।


১৯শে আশ্বিন, ১৪২৫,
ইং ০৬/১০/২০১৮,
শনিবার, বেলা ১১টা। ৬০২ তাং ০৭/১০/২০১৮।