জরায় ধরা দিস না ওরে,
থাকিস না আর নেশার ঘোরে;
ও তুই মানুষ হয়ে মরবি কেন,
ওই অমানুষকে বুকে করে?


বুকের ব্যাথার নাইরে ক্রেতা,
নেশায় ডুবে থাকা শুধুই বৃথা,
দেখ না চেয়ে আঁখি মেলে,
দূরের দৃশ্য ক্রমেই হচ্ছে ফিকে।


তবে আর কেন দুঃখ করা,
জরায় জড়ানো মোদের ধরা।
সবাই দুঃখী এই জগতে,
কাঁদিস না আর আঁধার রাতে।


রাত ফুরালে প্রভাত হবে,
আলোয় আলোয় ভরে যাবে,
দুঃখের দিন আর রইবে না রে,
দেখবি অবাক হয়ে চক্ষু মেলে।


১৮ ইং জৈষ্ঠ্য,১৪২৭,
ইং ০১/০৬/২০২০,
সোমবার সকাল ৮টা। ১০৩৫, ১২/০৬/২০২০।