জন্ম-মৃত্যু নিয়ে খেলা,  জীবনের ছলাকলা,
         আমাদের বয়ে নিয়ে যেতে হবে;
জাতিভেদ, হিংসা-দ্বেষ,  জীবনের এই রেশ,
            চিরদিন বুঝি রয়ে যাবে?
                    
লালনের কত গান,   মরুপ্রানে ডেকেছে বাণ,
           তবু তৃষ্ণার্তের তৃষ্ণা মেটে নাই;  
ঐ মায়ের সন্তানেরা,   কেন হয় ঘর ছাড়া,
      শান্তির বারিধারা হেথা, কোথা-পাই?


এস ভুলে হিংসা-দ্বেষ,  রেখে যাই মনুষ্যত্বের রেশ,
            ওই নবীন প্রজন্মের তরে;
তারাই ধরবে হাল,  উড়ায়ে মানবতার পাল,
           ভবিষ্যতের কোনো এক ভোরে।


৩রা বৈশাখ, ১৪২৫,
ইং ১৭/০৪/২০১৮,
মঙ্গলবার, সকাল ৮টা। ৫০৫ তাং ১৮/০৬/২০১৮।