যাত্রা পথের পথিক আমি,
পা বাড়ায়ে যাত্রা পথে।
        পথের দিশা কেমনে পাবো,
        কে- আমারে বলে দেবে?
জন্ম থেকে এ অবধি,
ঘরের দুয়ার রইলো রোধি।


কোথায় পাবো ঘরের চাবি,
        হাতরে মরি আঁধার ঘরে।
মনের দুয়ার খুললে পরে,
        হয়তো আমি পাবো তাঁরে।


পাবার নেশায় সবাই ঘোরে,
তাই চলে যায়-একা একা,
        দূর থেকে সেই দূরান্তরে।


এমন নেশা আর পাবেনা,
আদর যেমন করতো মা,
        তাঁর হৃদয়ের সোহাগ ছলে।  


যাত্রা পথের শেষ হবে তাই,
যদি সেই চাবিটা হাতে পাই,  
       খুলবো দুয়ার অনায়াসে;
মুক্ত আলো ছড়িয়ে দেবো
অন্ধ গুহার বন্ধ ঘরে,
      বাঁধন হারা সেই উল্লাসে।


১৮ই আষাড়,১৪২৪,
ইং ০৩/০৭/২০১৭,
সোমবার বেলা ১১টা। b.k.203