যে দেখেছে বাংলার রূপ,
মিশেছে জীবনানন্দের সাথে;
তার ভাবনা হয় স্বপ্নময়,
গভীর ঘুমের রাতে।


গাংচিলেরা ঝাঁক বেঁধে আসে,
ফড়িংয়েরা জল ছুঁয়ে নাচে;
কাক শালিকেরা হিজলের ডালে,
কাব্যিক সৃষ্টিতে বাঁচে।


যেতে তো চায় না মন,
তবু যাওয়া আসা;
এই প্রকৃতি ভুলিয়ে রাখে,
বুকে দিয়ে আশা।


শেষ হয়েও হয়না শেষ,
থাকি কাজে মেতে;
তাই ওপারের ডাক এলে,
কষ্ট হয় যেতে।


জীবনের দর্শন এইতো প্রহসন,
খুঁজি পথে পথে;
আর পাঞ্জায় পাঞ্জা লড়ি,
অদৃশ্য মৃত্যুর সাথে।


বাংলায় জন্ম, বাংলায় মৃত্যু,
রইব বাংলার সাথে মিশে;
বাংলা আমার জননী জন্মভূমি,
দেখি সোনালী ধানের শীষে।


২৬ শেষ ফাল্গুন, ১৪২৬,
ইং ১০/০৩/২০২০,
মঙ্গলবার সকাল ৯:৫৯। ৯৫৫, ২৪/০৩/২০২০।