জীবন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র-
            কোথায় সময় পাবে?
সময়ের হাতে বাঁধা জীবন,
              সম্মুখ পানে ধাবে।


হারানোর ব্যথা শোধিবে কে কোথা?
             সময় পাবেনা আর;
মরমের জ্বালায় জ্বলিয়া পুরিয়া,
            খাক হবে সব তাঁর।  


জীবন পারে, জীবনকে ধরে,
             হতে সত্যের মুখামুখি;
জীবন হারে মিথ্যার ধারে
            হয় সে পর মুখাপেক্ষি।


ত্যাজি লজ্জা-ভয়,আয় ছুটে, আয়-
              সত্যরে সাথে লয়ে;
হবেনা হারাতে দুঃখের রাতে,
              মিথ্যার ভয়ে ভয়ে।


৩রা অগ্রহায়ন, ১৪২৪,  
ইং ২০/১১/২০১৭,
সোমবার, বেলা ১২টা।