মননে তাঁহারে রেখেছে ধরে, আপন করে,
       দ্যাঁখে নাই তাঁরে ক্ষণিকের ভুলে কেউ;
দিকে দিকে শুধুই মৃত্যুর ভয়, জীবকূল সয়
       অহর্নিশি অন্তর মাঝে উঠিছে সে ঢেউ।


যাবো কোথা মোরা? পাইনা তো সাড়া,  
        শাশ্বতকাল হতে মানুষ খুঁজিতেছে তাই,
ব্রহ্মবাদের মিথ্যাচারে অন্তরের ভয়কে ধরে,
     যুক্তি-তর্ক, দর্শনের বুঝি আর উপায় নাই।


সত্য, সে যে সত্য, সত্যের জয় চিরকাল,
                        মিথ্যা সে ক্ষনিকের ভয়,
সত্য এসে মিথ্যাকে বার বার হারায়
                            জীবন সে কথা কয়।


তবুও বুঝতে চাই না মোরা,
চিরকালের সেই সনাতন ধারা,
                         যাহা বইছে অহর্নিশি;  
কেমনে বোঝাবো কঠিন এ পথ,
মিথ্যার ভয়ে ত্যাজি সত্যের রথ,
                         হই আঁধার নিবাসি।


জাগো, ওঠো, দেখ চারিদিক,
                   কোথায় দাঁড়ায়ে মোরা?
দিশাহীন এই পথের মাঝেই,
                 একদিন পেয়ে যাব সাড়া।
            

২৭শে বৈশাখ, ১৪২৫,
ইং ১১/০৫/২০১৮,
শুক্রবার, বেলা ১ টা । 481 dtd 24/05/18.