ছন্দে ছন্দে নিত্যানন্দে,
          নৃত্যের তালে ধায়;
ছন্দ ভঙ্গে এ কোন রঙ্গে,
          জীবন অন্ধকারময়।      

এ যেন কবিতা নয়-
      দেহের অঙ্গ-প্রতঙ্গের কথা;
এক অঙ্গ বিকল হলে,
      জাগে অন্য অঙ্গের ব্যথা।


জীবনের চলার পথ,
            এঁকে বেঁকে যায়;
সম্মূখে দুর্গম প্রান্তর,
           তবু সে যে ধায়।


১লা ফাল্গুন, ১৪২৪,
১৪ই ফেব্রুয়ারী,২০১৮,
বুধবার, সন্ধ্যা ৭ ঘটিকা।