আমরা চাই বা না চাই
জীবনের পরিণতি হবে, হবেই;
অন্ধকারে সবাই আলো খোঁজে,
খুঁজে আলো আমরা কি পাই?


উদয় বেলা থেকে অস্ত বেলায়,
যেতে হবে চেপে জীবন ভেলায়।
একদিন একাকীত্ব আসবে নেমে,
থাকবে না তা মোটেই থেমে।


চলবে ছুটে অসীম পানে,
এই জগতের সবাই জানে।
মনের এক অনন্য  বিকাশ
ধীরে ধীরে হয় তা প্রকাশ।


শুরুর শেষ হয় এই চরাচরে,
মোহমুক্তি হয়না তবু জন্মের পরে।
ইন্দ্রপতনে বুক ফাটে ওই সুশাসনে
ঘৃণার মাঝে পতন ঘটে কুশাসনে।


অবসান হবেই হবে রুখবে তাঁরে কে?
মানবহিতৈষী পাবে শুধুই ফুলের মালা যে।
নয় যে মিথ্যা এটাই সত্য,
আমরা মানুষ কালের ভৃত্য।


৪ঠা আষাঢ়,১৪২৮,
ইং ১৯/০৬/২০২১,
শনিবার বেলা ৫:০৫। ১৩৫৫,  ২১/০৬/২০২১।