জীবনটাই মহাভারত কঠিন দর্শন,
           জন্ম-মৃত্যু লয়ে;
জীবনের সব মঙ্গল-অমঙ্গল,
           অন্তরে চলে বয়ে।


কুরুক্ষেত্র জীবনের চারণভূমি,
           আমরা বেড়াই ঘুরে;
সবাই এই দুর্বোধ্য মহা রণাঙ্গনে,
            প্রাণপণ যুদ্ধ করে।


কৌরব, মানুষের ধ্বংসাত্মক রূপ,
         দেখি মিথ্যার সংঘাতে;
পান্ডব, সংযত ইন্দ্রিয় গুণাবলী,
           থাকে মিশে সত্যতে।


দূর্যোধন লোভী দাম্ভিক মন,
          শুধুই কষ্ট পায়;
কামনা, বাসনা, লম্পট দু:শাসন,
       আলোহীন পথে ধায়।


অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা,
        ধৃতরাষ্ট্র রূপী মন;
কুট ও কুটিল ভাবনা শকুনি,
         ঘৃণিতের অন্তর ধন।


আর কর্ণ মোদের অভিমান,
         বুঝি দাঁড়ায়ে সম্মুখে;
গর্ব প্রতিজ্ঞায়, ভীষ্ম মোদের,
         রেখেছি ধরে বুকে।


দ্রোণকে দেখি চেতনায় প্রাণে,
         চিত্তে জায়গায় আলো;
ওই সত্য ধর্ম যুধিষ্ঠির রুপি,
         দূর করে মনের কালো।


পার্থ- অর্জুন নিষ্ঠাবান ছাত্র,
         পৌরুষ বীরত্বে ভীম;
যৌবন শক্তি অভিমুন্য মোদের,
          শেখায় রাত্রিদিন।


শিখন্ডী মোদের প্রাণের দুর্বলতা,
          বিদুর বিবেক মানি;
কৃষ্ণ আত্মা, বিচার-বিবেচনা,
          এই কথাটাই জানি।


দ্রৌপদী মোদের আত্মার সম্মান,
           হরণে বস্ত্র লজ্জা;
আর ওই কুমারী কুন্তির মাতৃত্ব,
          সমাজের রণসজ্জা।


হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান,
           কোথাও বিভেদ নাই;
জীবনের এই যুদ্ধক্ষেত্রে,
            আমরা পেয়েছি ঠাই।


১৪ ই আশ্বিন, ১৪২৭,
ইং ০১/১০/২০২০,
বৃহস্পতিবার সকাল ৮টা। ১১৪৭,  ০২/১০/২০২০।