জীবন নদীর তীরে বসে আমি,
দেখেছি প্রভাতে রবির খেলা;
রংবেরঙের ঢেউগুলো যেন,
ভাষায় নানান ভেলা।


কখনো নীরব কখনো উচ্ছল,
ঢেউয়ের তালে তালে;
জীবন নদীর জোয়ার ভাটায়,
তার তুলির আচর চলে।


প্রভাতের রূপ, দুপুরের রূপ,
কত রূপের বাহার দেখি;
সন্ধাবেলায় ধ্যানস্ত যেন
সেই ভোরের প্রদীপ্ত রবি।


কত কী যে দেখি কতটুকু শিখি,
চেতনার আলো কোথায়?
আমরা মানুষ নই কি ফানুস,
মরছি ব্যক্তি সুখের ব্যথায়।


দেখি -
সুখের আলোতে ব্যাথার আধার,
জীবন নদীর তীরে,
ভাবি না কখনো আমরা একদিন,
হারাবো মানুষের ভিড়ে।


ইং  ০৬/১২/২০১৮,
বৃহস্পতিবার,
সকাল সাতটা ।