জীবন বড় কঠিন ঠাঁই,
হেথায় নিশ্চয়তার কিছু নাই;
আমরা ভাবি হয়না সবই,
সত্যের হদিশ কোথায় পাই।


আজকের ভাবনা কালকের জাবনা,
বাস্তবটা থাকে অনেক দূর;
জীবনের এই চাওয়া পাওয়া,
হয় তো জাগায় নতুন সুর।


চলতে চলতে পথের মাঝে
পথের দিশা হারিয়ে ফেলি;
ওই রাজপথের আলো ছেড়ে,
শেষে পড়ি এসে কানা গলি।


ভাবতে-ভাবতে কাটে জীবন,
চাওয়া পাওয়ার নাই যে শেষ;
যাহা পাই তাহাই নিয়ে,
কেটে যাচ্ছে এইতো বেশ।


সুখ-দুঃখ যে বাঁধনছাড়া,
যায়না বাঁধা দিয়ে বেড়া;
এই জগৎজুড়ে মনি মুক্তা,
ছড়িয়ে আছে ঘড়া ঘড়া।


সুখের খোঁজে পায়না সুখ,
বেরিয়ে আসে প্রাণের দুখ;
খিদের জ্বালায় দাপিয়ে মরি,
মিটে কি সেই মোদের ভুখ?


২১ শে আষাঢ়,১৪২৮,
ইং ০৬/০৭/২০২১,
মঙ্গলবার বেলা ১২:৩২। ১৩৭২, ০৯/০৭/২০২১।