আমার জীবন বধূর, স্মৃতিতে মধুর,  
                            স্মরিতে ভাল লাগে;
আহা! কি যে সুখ হেরি সেই মুখ,
                          পরানে আনন্দ জাগে।


সেই প্রভাত বেলায়, চাঁপায়ে ভেলায়,
                          ভাসিতে চেয়েছি কত;
পাই নাই মত, সে যে হিসাবের পথ,
                         সুখ-দুঃখ রয়েছে শত।


পরানের বধূ ছেড়ে গেছে শুধু,
                      দিয়ে গেছে মোরা জ্বালা;
জ্বলিতে জ্বলিতে সন্ধ্যার আঁধারে,
                      আজও জপি সেই মালা।


কি যে ভালবাসা! কি যে সুখ তাঁর!
                       কেমনে বুঝাবো আমি;
শুধুই হাহাকার, হৃদয়ে আমার,
                            জানেন অন্ত্রর্যামী।


আঁখি ভরে সদা, মোর অশ্রু ধারা,  
                   ফিরে ফিরে পথপানে চাই;
কোথা পাব তাঁরে, যাব কোন পাড়ে?
                 পথের দিশা যে জানা নাই।


মনে ভাবি শুধু, আসিবে কি বঁধু?
                       আমার বিদায় বেলায়;
নিয়ে যাবে মোরে, এই হাত ধরে্‌,
                       আমার সখের ভেলায়।


৬ই বৈশাখ, ১৪২৫,
ইং ২০/০৪/২০১৮,
শুক্রবার, সন্ধ্যা ৭ টা । 525 dtd 11/07/2018.