জীবন দেয় আগামীর বার্তা
ঘুমায় জীবন ঘোড়া ;
কাটেনা ঘুম আঁধারে পড়ে
না দিলে লঙ্কা পোড়া।


গন্ডারের চামড়ায় লাগেনা রোদ
ইলেকট্রিক শকের প্রয়োজন;
নিজের স্বার্থ থাকলে পরেই
ওঠে যে চনমনিয়ে মন।


ওই চেতনহীনের এমনই ধারা
যায় না মানুষ বলা তারে;
সহমর্মিতা না থাকলে পরে
থাকে ব্যক্তি স্বার্থের ঘোরে।


১লা অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ১৮/১১/২০২২
শুক্রবার বেলা১২:৩২।  ১৮৩৯, ২৭/১১/২০২২।