জীবন ধন্য কাজের মাঝে,
কাজের কাজি সে;
কাজের নাম তাইতো জীবন,
বাজি রাখে যে।


প্রাণের কাছে মনের দাবি,
আত্মার কাছে শুনি;
আত্মাই মে জ্ঞানের আধার,
হৃদয় দিয়ে জানি।


আত্মায় আত্মায় আত্মীয়তা,
আনন্দময় সব,
প্রাণের সাথে, প্রাণ মিশিয়ে,
জীবন করে কলরব।


৯ ই ফাগুন ১৪২৭,
ইং ২২/০২/২০২১,
সোমবার সকাল ১০:২২। ১২৩৮,  ২৩/০২/২০২১।