ঝড়ঝঞ্ঝা সব ক্ষণিক তরে,
যে যেমন নেয় আপন করে।
প্রেমের আলো ছড়িয়ে পড়ে
দেখতে যে পাই প্রতি ঘরে।


ঝড়ঝঞ্ঝা থাকে ঘৃণায় ভরা
ওই ভালোবাসার ভীষণ খরা।
ভালো-মন্দ জড়িয়ে জীবন,
বুঝি ঐ চেতনা থাকে যখন।


চেতনার আলোই ভালোবাসা
ওই আঁধার থাকে ঘৃণায় ঠাসা।
স্বার্থান্বেষী হয় হিংসা দ্বেষী
হয় যে তারা ছদ্দবেশী।


ভালোর মুখোশ পরে থাকে
ওরা কথায় কথায় বিষ মাখে।
বিষের জ্বালায় মরে কারা
ওই ভালো মানুষ থাকে যারা।


তাইতো বলি সামলে চলো
দুঃখে  চিত্ত থাকে ভালো।
দুঃখ কে তাই করোনা ভয়
একেই সত্যিকারের জীবন কয়।


২৬শে পৌষ, ১৪২৮,
ইং ১১/০১/২০২২,
মঙ্গলবার বিকেল ৩:৫৩। ১৫৬৯, ২৩/০১/২০২২।