সবাই যখন শুরু করি
নতুন পথের ধারা ধরি
দ্বিধা দ্বন্দ্বে আমরা মরি
কেউবা জিতি কেউবা হারি।


হার জিতের মধ্য দিয়ে
নুতন পথের দিশা মেলে;
থেমে থাকার নাই উপায়
জীবন তাহার পথে চলে।


জন্ম-মৃত্যুর এটাই খেলা
নিত্যদিনে তাইতো চলা
অবাক হয়ে আমরা দেখি
দর্শন নিয়ে কথা বলি।


সুখে দুঃখে আমরা সবাই
কেউবা কাঁদি কেউবা হাসি;
কিছু ছেড়ে কিছু নিয়ে
আমরা সবাই বেশতো আছি।


ভাবনা দিগন্তে দেও ছড়িয়ে
অনন্ত এই বিশ্বজুড়ে;
অনেক কিছু মিলবে হেথা
জীবন পথে ঘুরে ঘুরে।


অনেক শুভ কামনা রইল,
অনেক পথ যেতে হবে,
অসমাপ্ত এই জীবন পথে
হার মানা হার মানবে নারে।


১০ই  আশ্বিন, ১৪২৯,
ইং ২৭/০৯/২০২২,
মঙ্গলবার সকাল ১০:২৫। ১৮১৪,  ০৩/১০/২০২২।