স্বর্গের সুখ, মর্তের সুখ,
সুখের কথা এই জীবনে;
জীবনের সেই দহন জ্বালা,
সইতে হবে এই ভুবনে।


সেকাল-একাল পড়ে রবে,
ভাবছি বসে ওই পরকাল;
করলাম হেথায় ছেলেখেলা,
বিছিয়ে ওই মায়ার জাল।


মানুষ হয়ে পারলাম না,
রাখতে ধরে ওই মানবতা,
জন্ম-মৃত্যু উভয়ই সমান,
তবু হার মানল না বর্বরতা।


এই যদি হয় মানব জীবন,
লজ্জার কথা কোথায় রাখি?
এপার ছেড়ে ওপারের কথায়,
আহা! করি কত মাখামাখি।


এই বিবেক, চেতনা, মানবতা,
জীবনের এই মূল্যবান ধন;
সকল ছেড়ে অন্যায়ের পথে,
করে গেলাম শুধুই রণ।


আর পরকালের দোহাই দিয়ে,
বাঁধলাম নিজেকে কোন বাঁধনে?
মুক্তি মোদের মিলবে কেমনে,
চাইনি জানতে কোন সাধনে?


সময় বুঝি হল সারা,
এবার বন্ধু উঠে দাঁড়া;
খেয়া পারের ওই নৌকাখানি,
ঘাটেই আছে হাল ধরা।


উঠলে পড়েই ছুটবে সে যে,
কোন কূলকিনারা হোথাও নাই;
ছুটবে তুমি অসীম পানে
মিলবে না যে কোথাও ঠাঁই।


শুভ শুভের শুভেচ্ছাটা জানিয়ে দিয়ে,
শেষ করবো বিদায় নিয়ে;
ভালো থেকো তোমরা সবাই,
দেখা হবে নতুন দিনে।


৯ ই ভাদ্র,  ১৪২৮,
ইং ২৬/০৮/২০২১,
বৃহস্পতি বার রাত১১:৫১। ১৪২২, ২৮/০৮/২০২১।