জীবনের ওই গোধূলিতে,
শ্রান্ত আলোর ম্লান স্মৃতিতে,
       জেগে ওঠে মনের কত কথা;
দিয়ে চাওয়া-পাওয়ায় জলাঞ্জলি,
স্মৃতির কথাই শুধু বলি,
           স্মরণে জাগে প্রাণে ব্যথা।


কত ভালো কত মন্দ,
ছিল গানে গানে কত ছন্দ,
            হারিয়ে গেছে আজ সব;
গাছে গাছে কোকিলের সুর,
সবুজ পাতায় ভরপুর,
          উঠত পাখির কত কলরব।


শিহরণ আর জাগে না মনে,
প্রাণশূণ্য ওই হৃদ কাননে,
   স্মৃতির বন্যায় নয়ন ভেসে যায়;
আজ পূর্ণ ভরা হলো হারা,
থেকে থেকে ভাবে যারা,
      তারাই শুধু পশ্চাৎ পানে চায়।


ফেলে যেতে হবে সবই,
ভাসবে মনের সকল ছবি,
  নিতে হবে চোখের জলে বিদায়;
শুরু শেষের এই যে খেলা,
শেষ হবে ওই অস্ত বেলা,
        শূন্য হবে জীবনের সব দায়।


১৫ ই আশ্বিন,  ১৪২৮,
ইং ০২/১০/২০২১,
শনিবার বেলা ১২:২৩। ১৪৫৯, ০৪/১০/২০২১।