প্রকৃতির ঝড়, সামাজিক ঝড়,
ঝড়ে হারিয়ে যাই মোরা;
আলো ছাড়া আঁধার ঘরে,
খুঁজবে মোদের কারা?


চেনার উপায় নাই যে আর,
অন্তর বাহির তফাৎ;
কেমনে বল মিল খুঁজে পাই,
এটাই সবার বিপদ।


সত্য-মিথ্যার এই আনাগোনায়,
শুধুই দ্বিধাদ্বন্দ্বে সবাই;
ভাইয়ের সাথে ভাই মেলে না?
কে দেবে আর ঠাঁই?


ঠাঁই খুঁজেছি হেথা হোথা,
পাইনি আজ ও কোথা?
মনে প্রানে এত বিভেদ,
অনুভবি হৃদয় মাঝে ব্যথা।


৪ ঠা চৈত্র, ১৪২৭,
ইং ১৮/০৩/২০২১,
বৃহস্পতিবার অপরাহ্ন ৩:৪১। ১২৭৭, ০৪/০৩/২০২১।