আজ বড় কঠিন সময়,
জীবনের সুর তাল যদি থেমে যায়,
সন্ধ্যা আসবে নেমে এই প্রভাত বেলায়।


মনে পড়ে অতীতের দিনগুলো,
হাসি আনন্দে, সুখ-দুঃখে, নিরানন্দে,
আপনজনের সাথে কেটে গেছে দিন,
সহজ নয় ভুলে যাওয়া তাদের সেই ঋণ।


সব ঋণ নিয়ে কাঁধে,
বসে আছে ফেরিঘাটে,
পারের তরী আসবে বলে
তাকিয়ে ওই দূরের পানে।


অস্তাচলের সোনালী আভা
ছড়ায়ে দিয়েছে জলে,
ঐ যাত্রাপথ সাজিয়ে দিয়েছে,
সুন্দর ফুল দলে,
তাই বুঝি আজ যেতে হবে চলে;
যা কিছু তাহার ছিল আপনার
রেখে যেতে হবে পশ্চাতে ফেলে।


হায়রে জীবন! হায়রে মরণ!
আজ শুধু করে স্মরণ-
পারে নাই বুঝিতে কিছু,
সারা জীবন শুধুই ছুটেছে,
মরীচিকার পিছু পিছু।


নতুন আসবে নতুনের রূপে,
নতুন ভাবনা নিয়ে;
নতুনের ছোয়ায় উঠুক জেগে,
প্রাণের পরশ পেয়ে।


৩০ শে চৈত্র,১৪২৬,
ইং ১৩/০৪/২০২০,
সোমবার সকাল ৭টা। ৯৭৫, ১৩/০৪/২০২0,
বাংলা বছরের শেষ দিন ৩০ শে চৈত্র,১৪২৬।