মৃত্যুর পরে স্বপ্ন হারিয়ে যায়,
সেই স্বপ্ন মেশে গিয়ে অজানায়।
কে তাহা বলতে পারে তেমন করে?
যেমনটা ঘটে এই কঠিন জীবন ঘরে।
জীবন সত্য আর তার শেষ মৃত্যুও সত্য,
ভাবনায় আসে কত স্বপ্ন, নয়তো ব্রাত্য।
কঠিন প্রশ্ন মিলে থাকে আনন্দে আর বিষন্নে,
খিদা পেলে খিদা মেটাই তাও নয় কি ভিক্ষান্নে?
মাঝে মাঝে প্রশ্ন করি নিজের কাছে কে আমি?
সেই কঠিন প্রশ্ন উত্তর সত্যিই কি আমি জানি?
একটা মৃত্যু যখন সত্যিই আসবে,
তখন কি ভাববার অবকাশ থাকবে?
সকল স্বপ্নের ঘটবে অকালমৃত্যু, ভাবতে কষ্ট হয়,
শেষ কথাটি বোলবো মা - সেই যাবার সময়।
ঘটবে একটা জীবনের মৃত্যু,
আর ঘটবে জীবনের স্বপ্নের মৃত্যু।
এই তো শেষ,
আর তার অবশেষ।


0৪/১২/২০১৯, ৮৬০,  ১০/১২/২০১৯,