জীবন পথে চলতে চলতে,
             কত কি যে দেখি;
দেখতে দেখতে এসে অস্তাচলে,
             নানান কিছু শিখি।


নানান ভাবনায়, নানান মানুষ,
              নানান ভাবে চলে;
চলার শেষে ফিরে এসে,
                  কত কথা বলে।


গল্পের পরে গল্প আসে,
                  হয়না বুঝি শেষ;
সবুজ থেকে জীর্ণ দেহে,
              পরে এ কোন বেশ?


অবাক হয়ে চেয়ে থাকে,
               ঐ দিগন্তের পানে;
তাহাই বুঝি ফুটে ওঠে,
               প্রাণের সেই তানে।


১৩ ইং বৈশাখ, ১৪২৭,
ইং ২৬/০৪/২০২০,
রবিবার সকাল ১০:৪৯।
         ১০০০তম,
২৫ শেষ বৈশাখ,১৪২৭,
ইং ০৮/০৫/২০২০।