ওই দিনের আলোয় রংবাহার,
       দেখতে লাগে ভালো;
ঘন অন্ধকারে আঁধার রাতে ,
        সাদা করে আলো।


সত্য যেমন মিথ্যার কাছে,
    পথের দিশা দেখায়;
আর জীবন পথে অভিজ্ঞতা,
     চেতনার আলো বোঝায়।


যখন প্রভাতে রবির আলো
       পড়ে এসে ঘরে;
সবার গভীরনিদ্রা টুটে যায়,
      মনন এসে জোড়ে।


দেখি সৃষ্টি ধারায় মাতোয়ারা,
       জীবন ছুটে চলে;
মন্দের সাথে ভালোর সংঘাত,
        জীবন তাকেই বলে।


৫ ই বৈশাখ, ১৪২৮,
ইং ১৯/০৪/২০২১,
সোমবার সকাল ৯:১৪। ১২৯৪, ২১/০৪/২০২১।