চলার পথে সমস্যা আসে,
নানান রূপে নানান ভাবে;
আমরা তারেই করি জয়
সংগ্রামের মাঝে আপন ভাবনায়।


ভাবনা সে যে ভালোবাসা,
হৃদয় ও মনের কত আশা,
বারবার আসে আর যায়,
এমনি করেই জীবনধারা ঊর্ধ্বমুখে ধায়।


সমস্যা যেমন সমস্যাই বটে,
খারাপের সাথে খারাপই জোটে,
লড়াকু মন আর লড়াকু প্রাণ,
জীবন যুদ্ধের তাই তো মূলধন।


যুদ্ধ জয়ে আনন্দ পেয়ে,
যোদ্ধা- শত্রু ভোলে না,
নতুন শত্রু আসতে পারে,
সে চুপটি করে তাই থাকেনা।


থাকতে সময় হাতটা বাড়ায়,
শত্রু সেনা দূরে দাঁড়ায়,
কাছে আসতে পারেনা,
সেটাই হউক জীবন-যুদ্ধের ভাবনা।


২১ শে আশ্বিন,১৪২৬,
ইং ১০/১০/২০১৯,
বৃহস্পতিবার, সকাল ৭টা। ৮০৪, ১১/১০/২০১৯।