জীবনের দায় সেতো মোর নয়,
         মরণে শেষ হবে;
আমার আমিকে হারিয়ে ফেলেছি,
         জীবনের পথে কবে!


খুঁজেছি আমি কত দিন রাত,
           পাই নাই খুঁজে তাঁরে;
অপলকে তাকিয়ে অনন্তের পানে,
           আঁখি বারে বারে ঝরে।


সেই কোন অজানা আদি থেকে শুরু
          বিস্ময়ে হয়ে যাই ভীরু;
কোথায় সীমানা তারে কি পাবো না?
           প্রাণ করে দুরু দুরু।


পশ্চাতে ফেলে, যাব আমি চলে,
          সুখ দুঃখের সব ভাবনা;
আঁধার থেকে আসা আঁধারেই যাওয়া,
          দেখো চেয়ে, দেখো না।
          
ভাবনার আলো বুঝি শেষ হলো
          আঁধারে আঁধারে একাকার;
জীবনের খেলা হবে বুঝি সারা,
           এভাবেই তোমার, আমার।


২০ শে চৈত্র,১৪২৬,
ইং ০৩/০৪/২০২০,
শুক্রবার বেলা ২:৪৭। ৯৮৮, ২৬/০৪/২০২০।