জীবনটা অতি সাধারণ,
শুধুই ইচ্ছাটা অফূরণ।
বারে বারে ভাবি মোরা,
দিতে পারি না জোড়া
সেই চাওয়া-পাওয়ার।


কি পেলাম, কি পেলাম না,
কি আমাদের চাহিদা?
মোটেই তা ভাবি না।
কেবল অবাক হয়ে ভাবি,
কিসের তৈরি এই জীবনটা?


জীবন আসে, আর যায়,
কি যে কোথা পায়?
তবু আপন পথে ধায়।
অনুভূতির ভূতটাই -
বলে শুধু চাই চাই,
বোঝে না কি পেলাম,
কি পাই নাই।


চাওয়া পাওয়ার কি যে হলো,
জীবন বলে - ছুটে চলো,
সময় যে আর নাই;
কোথায় শেষ হবে পথ?
কোথায় থামবে রথ,
সেই খবর আজও পাই নাই।


১৯ শেষ বৈশাখ,১৪২৭,
ইং ০২/০৫/২০২০,
শনিবার বেলা ১২টা।  ১০০৯, ১৭/০৫/২০২০।