চমকে চমকি উঠিছে জাগিয়া
জীবন নদীর তীরে,
আকুলি-বিকুলি দেখি এই ভোরে,
প্রভাতের রঙিন আলো পড়েছে মোর দোরে।


শীতল ক্রমে তপ্ত হলো,
দুপুর এলো, সেই তরুণ রবি অস্ত গেল,
আঁধার মোরে নির্মমভাবে আপন করে জড়িয়ে নিল।


জীবন দর্শন, কালের ঘর্ষণ,
হয়না বর্ষণ সোনালী রোদের,
যেমন চাই, কোথায় পাই,
আদৃত সেই প্রাণের বসন্তের?


ক্ষণিক তরে সবাই আসে,
প্রাণের ছোঁয়ায় সবাই ভাসে,
শুধুই বুঝি একটুখানি ভালোর আশে।


১৯ শেষ ফাল্গুন, ১৪২৬,
ইং ০৩/০৩/২০২০,
মঙ্গলবার সকাল ৮:১৫।  ৯৪৬, ১৫/০৩/২০২০।