জীবন সমুদ্রের তটে দাঁড়ায়ে দেখছি নাবিকেরে,
        কিভাবে সামাল দেয় ঝড়-বাদলে;
ঝড়, বাদল, কালবৈশাখী,ওই আসিছে ছুটিয়া
         সামাল দিতে হবে সকলি ভুলিয়া।


কেমনে ধরিবে হাল? কেমনে বাঁধিবে পাল ?
        সংশয়ে ভাবনায় প্রাণে দোলা দেয়;
যেতে হবে বহুদূর পারাবারের অচিনপুর,
          জাহাজ রূপী ওই জীবনের নায়।


থাকিবে না কেউ আর নাবিকের পাশে তার,
      যদি ছিড়ে যায় পাল, ভেঙে যায় হাল;
তবু কঠিন দুর্যোগে বেয়ে যেতে হবে নিজ হাতে,
     দেখো ছুটিছে ঊর্ধ্বমুখে জীবনের কাল।


সময় তো নাই, মিলিবে না কোথাও যে ঠাঁই,
     পার হয়ে যেতে হবে পরপারের ওপারে;
শেষবার দেখো চেয়ে ঐ যমরাজ আসে ধেয়ে,
      কে কারে যেন তুলে নিতে ডাকেরে।  


৪ ঠা  আশ্বিন, ১৪২৬,
ইং  ২২/০৯/২০১৯,
রবিবার, বেলা ৩টা। ৭৮৭, ২৩/০৯/২০১৯।