হৈ হৈ, রৈ রৈ,
কে খাবে দৈ খৈ?
         আয় ছুটে আয় তবে আয় রে;
আনন্দ হাসি গান,
জীবনটা পরম ধন,
         মিলে মিশে ভাগ করে নাও রে।


হৈ চৈ, থৈ থৈ,
দিঘীটা দেখো ঐ,
        আজ ভরে গেছে বর্ষার জলে;
কদম গাছের ফুল,
সুগন্ধে যেন বকুল,
        কাননে ময়ূর ময়ূরী পাখা মেলে,


দীঘির কালো জলে,
ফুল ফুটেছে বলে,
       আজ রাজহাস জল-কেলি করে;
ধিন ধিন , তা তা ধিন,
ঐ ভাটিয়ালি বাজে বীণ,
              কেন বধু বসে আছো ঘরে?


হা হা, হা হা, হৈ হৈ,
পথ টাকে দেখ ঐ,
    আনন্দের তরীখানা ধীরে বেয়ে যাও,;
জীবনটা বড় ছোট,
পাবেনা আর দুটো,
     সবে মিলে জীবনটা ভোগ করে নাও।


১৩ই আষাঢ়,১৪২৬,
ইং ২৯/০৬/২০১৯,
শনিবার, সকাল ৭.৩০।  ৭২৩তাং ০১/০৭/২০১৯।