জ্ঞান-অজ্ঞান
   -চিত্ত রঞ্জন সরকার,


জ্ঞান সে তো আলো, দেখা যায় ভালো,
                 প্রভাতের সূর্য্যালোকের মত;
আজ্ঞান আন্ধকার, যেন এক বন্ধ ঘর,
              ধ্যানমগ্ন অশরীরী আত্মারা যত।

নির্বোধ জীবকূল করিতেছে কত ভুল,
        বারে বারে আঘাত হানিছে সমাজের পরে;
উন্মুক্ত আলোরধারা হেথায় আনিবে যারা,
             কেন বসে তারা এখনও চুপ করে?


জ্ঞান অজ্ঞানের এ লড়াই, সরে যেন না দাঁড়াই,
               এগিয়ে যেতে হবে দ্বিধাহীন মনে;
কখনও নামিবে আঁধার, শেষ করে সে বাধার,
                 সাথী হতে হবে জীবনের রণে।


যুদ্ধজয়ী বীরের মত, শির কভু হবেনা নত,
                 সব ক্লেদ মুছে দিতে হবে সাথী;
এই অজ্ঞান অন্ধকারে, দাঁড়িয়ে থাকিসনারে,
               বীরের মত যুঝিতে হবে দিবারাতি।