মূর্খকে এড়িয়ে গেলে
মূর্খ, মূর্খই রবে;
ওই জ্ঞানের আলো কভু,
তাঁরে না ছোঁবে।


আমি হয়তো সুখে রবো
এই সমাজটা নয়;
তাই জ্ঞানীর গুণমানের,
রয়ে যাবে ভয়।


এই জ্ঞানীরা দুঃখ পায়
জ্ঞান বিতরণে;
তবু তাঁরা তাহাই করে,
সব ব্যথা সয়ে।


এরা মানুষের মঙ্গল ছাড়া ,
ভাবেনা তো কিছু;
তবুও মূর্খের পায়ে ধরে,
করে মাথা নিচু।


ভাবে আঁধারে আলো এলে
সব দুঃখ যাবে;
সেই আশায় বাসা বাঁধে,
এই মানব জীবনে।


৯ ই আষাঢ়, ১৪২৭,
ইং ২৪/০৬/২০২০,
বুধবার বেলা ১২:৩০।  ১০৫১, ২৮/০৬/২০২০।