অজ্ঞাত জ্ঞাত হয় জ্ঞাতব্য জ্ঞাতার্থে,
বুঝিতে পারি না সব জীবনের অর্থে।
অতীব কঠিন দর্শন এই কঠিন জীবন,
অনুভবে আসে যদি ওই সাংখ্য দর্শন।
সৃষ্টির আদি থেকে শুরু যে ভাবনা,
আমরা সবাই আজও তাহা ভাবি না।
কালের কালিমায় যাহা মুছে যায়,
তাহা কি সময়কালে খুঁজে পাওয়া যায়?
তবুও ক্ষুদ্র সামর্থ্যে খুঁজে চলি মোরা,
পারিনা থামাতে সেই কালের ঘোড়া।
কোথায় গিয়ে শেষ হবে জীবনের পথ?
বুঝিতে পারিলে গ্রহণ করিতাম সঠিক মত।
মুহূর্তে মুহূর্তে এই কাল ও প্রকৃতির পরিবর্তন,
এ নয় গার্হস্থ্য জীবনের একান্ত প্রত্যাবর্তন?
নিত্যনূতন খুঁজিতে খুঁজিতে সময় কোথা পাই,
কালের তড়িৎ গতি বলে যায় সময় আর নাই।
কালের এই প্রবঞ্চনায় প্রবঞ্চিত মোরা,
কেমনে ধরিয়া রাখিবো কালের এ ঘোড়া।


২৭শে পৌষ, ১৪২৬,
ইং ১৪/০১/২০২০,
মঙ্গলবার কাল ৮:৩০। ৮৯১, ২০/০১/২০২০।