যতুটুকু পাবে, ততটুকু নেবে,
           বেশী তো পাবে না আর;
জীবনের ধন সেই সে রতন,
            ওরে আপনি আপনার।


আকাশ কুসুম আনন্দের ধুম,
             থাকে জীবনে পরিবিষ্ট;
বাস্তবে তারে খুঁজিছো যারে,
              হয় নাই তাহা সৃষ্ট।


মনের দুয়ারে আঘাতের জোরে,
               ভাঙ্গে যদি সেই দ্বার;
পুষ্প সম মনি মুক্তা তব,
              তখন সম্মুখে হবে বার।


হৃদয় কানন, অদৃশ্য আনন,
             দৃশ্যত হবে এই জগতে;
ফুটিবে  ফুল নয় সে  ভুল,
              ধরাতে সৌরভ ছড়াতে।


১৬ই আষাঢ়, ১৪২৬,
ইং ০২/০৭/২০১৯,
মঙ্গলবার, সকাল ৬টা। ৭২৬ ০৪/০৭/২০১৯।