জ্বলবে আগুন, জ্বলবে আগুন,
         জ্বলবে আগুন রে;
স্বার্থান্বেষী মিথ্যাটাকে সত্য বলে,
       সত্যটাকে মিথ্যা বলে যে।


দলীয় স্বার্থে ওই নেতৃত্বই
       হিংসা ছড়ায় দেশে;
ভাইয়ে ভাইয়ে শত্রু বানায়,
      অপরজনকে দূষে।


দেশ সেবার  কি নমুনা,
    দেখি চারিপাশে;
যেথায় অভিন্ন হৃদয় ছিল
     হিংসা তথায় আসে।


দেওয়ার কথায় ব, বে, বা,
      মুখে ভবিষ্যৎ কাল;
তুমি সব দিলে, শব পাবে,
     তিলকে বানায় তাল।


আপন হারা, বন্ধু হারা,
   হবে যখন তুমি;
চোখের জলে, নাকের জলে,
   ওরে ভাসবে দিনযামী।


বড় বড় কথা বলে -
         ঠাণ্ডা ঘরে বসে;
গরিবের কথা বুঝবে কেমনে
        থেকে রসে বশে?


পাঁচ বছরে দুদিন আসবে,
       ভোটের সময় হলে;
মৃত্যু হলে ফায়দা লুটবে,
        দিয়ে মালা গলে।


তোমার দুঃখ দুঃখই রবে,
       এই গণতন্ত্রের ফল;
সাম্যের কথা বলাই বৃথা
       বাজে ধর্মের কল।


২৭ শে চৈত্র,১৪২৭,
ইং ১০/০৪/২০২১,
শনিবার রাত ১০টা। ১২৮৫, ১২/০৪/২০২১।