কবে চিনবে এই মানুষ ?
কার বন্ধু কে?
ভালোর আশায় গণতন্ত্রের নামে
ভোট দিলে যে।


চিনতে শেখা, টানতে বোঝা,
নয় রে ভাই এমন সোজা,
ধর্মের নামে রাখে রোজা,
কিংবা মন্দিরে দেয় যে পূজা,
সবই ব্যক্তিস্বার্থে ট্যাকে গোঁজা।


ধন্য মানি মানব সমাজ,
গণতন্ত্রের এই তো সাজ,
চালায় তারা খুশির রাজ
কেমনে চলবে সাম্যের কাজ?


বিভেদে ভরা এই যে সমাজ,
দুঃখ দন্যে নাইরে লাজ
ভাঁজ এবার সাম্যের ভাঁজ
লক্ষ্য হোক শান্তির রাজ।


১৩ ই ফাল্গুন,১৪২৬,
ইং ২৬/০২/২০২০,
বুধবার বেলা ১০টা। ৯৩৯, ০৮/০৩/২০২০।